Top Header
Author BartaLive.com
তারিখ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ণ

সাকিবের ফেসবুক পোস্টে কি দেশে ফেরার ‘সব’ সম্ভাবনা শেষ!

News Image

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি একাধিকবার আলোচিত হয়েছে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকসহ অনেক সাবেক ক্রিকেটার গণমাধ্যমে বলেছেন, সাকিবের রাজনৈতিক অবস্থান নয়, বরং বাংলাদেশের ক্রিকেটে তার ১৭ বছরের অবদানকে গুরুত্ব দিয়ে তাকে ফেরানো উচিত।

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এমনকি সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করেছিলেন সাকিবকে ফেরানোর বিষয়ে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও একাধিকবার সাকিবের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

এর মধ্যেই গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিজের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন সাকিব। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের ছবি যুক্ত করে তিনি লিখেন, “আমার পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

সাকিবের এই পোস্ট ঘিরে দেশের ক্রিকেট মহলে এখন চলছে নতুন আলোচনা। অনেকেই মনে করছেন, এই একটি পোস্টই তার জাতীয় দলে ফেরার ক্ষীণ সম্ভাবনাকে প্রায় শূন্য করে দিয়েছে।

ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাকিবকে ফেরানোর বিষয়ে সরকারের আগ্রহ এখন আর নেই। এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “যতটুকু সম্ভাবনা ছিল, তা শেষ হয়ে গেছে। সাকিব নিজের সুযোগ নিজেই নষ্ট করেছেন। তাকে সহযোগিতা করার আর কোনো স্কোপ নেই।”

তবে ক্রিকেট বোর্ডের একাংশ এখনো আশাবাদী। তাদের মতে, দেশের প্রয়োজনে সাকিবের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ১৫ আগস্টের ফেসবুক পোস্টের মাধ্যমে কি সাকিব আল হাসান নিজেই জাতীয় দলে ফেরার পথ স্থায়ীভাবে রুদ্ধ করে ফেললেন?

Watermark