সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে এক সহকারী শিক্ষককে মারধর করে টেনে-হিঁচড়ে বাজার ঘোরানোর অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে ছাত্রদল নেতা শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ তুলে বিএনপি-ছাত্রদলের কয়েকজন প্রথমে অফিসকক্ষে ঢুকে শিক্ষককে মারধর করেন। এরপর ১০-১২ জন লোক টেনে বাইরে এনে বাজার ঘোরান এবং পরে তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখা হয়। অন্য শিক্ষক-শিক্ষার্থীরা পরে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, সকালে বিদ্যালয়ে একজন শিক্ষকের সঙ্গে স্থানীয়দের ধাক্কাধাক্কি হয় মাত্র। এ ঘটনায় অতিরঞ্জন করা হচ্ছে।
ছাত্রদল নেতা রাশেদুজ্জামান বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এবারও একই ধরনের অভিযোগ ওঠায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, শিক্ষক শফিকুর রহমান একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। শিক্ষকের অভিযোগ তদন্ত করে দেখা হবে, আর যদি তার বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ মেলে তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।