Top Header
Author BartaLive.com
তারিখ: ১৮ আগস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ণ

রাজশাহীতে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

News Image

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার খাড়ইল গ্রামে নিজের পানের বরজ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের দাবি, আকবর হোসেন বিভিন্ন এনজিও ও স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ঋণ নেন। ঋণের চাপ সামলাতে না পেরে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দেন তিনি।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের দায়েই কৃষক আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে।

এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল ইসলাম নামের আরেক কৃষক স্ত্রী-সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

Watermark