Top Header
Author BartaLive.com
তারিখ: ১৮ আগস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

মেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস-সেই অধ্যাপকের বিরুদ্ধে আরেক ছাত্রীর অভিযোগ

News Image

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনছারের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। নতুন করে এক ছাত্রী অভিযোগ করেছেন, ওই শিক্ষক বারবার মেসেজ দিয়ে একান্ত সাক্ষাৎ, গাড়িতে ভ্রমণের প্রস্তাব এবং অশোভন আচরণে তাকে বিব্রত করেছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন এবং কথোপকথনের কিছু স্ক্রিনশটও সংযুক্ত করেছেন।

অভিযোগপত্রে ছাত্রী লিখেছেন-
“সম্প্রতি স্যারের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখে আমার অভিজ্ঞতার সঙ্গে মিল পাই। তিনি আমাকে বারবার মেসেজ দিতেন, বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। এমনকি গাড়িতে তোলার প্রস্তাবও দেন। আমি সবসময় এড়িয়ে গেছি। উনি আমার বাবার বয়সী মানুষ, তারপরও এভাবে কথা বলতেন! ক্লাসে প্রায়ই বলতেন ‘মেয়েরা শাড়ি পরে এলেই ফুল মার্কস।’ বিষয়টি সবার জানা।”

অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রুবেল আনছার বলেন, “আমি ওই ছাত্রীকে চিনি। তবে কোন প্রসঙ্গে কী বলা হয়েছিল, তা মনে নেই।”

এদিকে ভুক্তভোগী ছাত্রীর মা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়ে পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে গেছে। যদি শিক্ষকই এমন আচরণ করেন, তাহলে মেয়েরা নিরাপত্তা পাবে কোথায়? আমার মেয়ে সাহস করে বলেছে, কিন্তু অনেকে লজ্জা ও ভয়ে মুখ খোলে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বলেন, “ওই শিক্ষকের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এসেছে। সাত সদস্যের কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। দ্রুতই মিটিং ডাকা হবে।”

অন্যদিকে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “আরও একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু তদন্ত চলছে, এখনই বিস্তারিত মন্তব্য করা যাবে না। তবে নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।”

উল্লেখ্য, এর আগেও একই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। নতুন অভিযোগের ঘটনায় বিষয়টি ক্যাম্পাসজুড়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

Watermark