Top Header
Author BartaLive.com
তারিখ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

বিমানের ৫৫ বছরের রেকর্ড সাফল্য—৯৩৭ কোটি টাকার মুনাফা

News Image

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ইতিহাস গড়ে নতুন রেকর্ড মুনাফা অর্জন করেছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় এই সংস্থার অনিরীক্ষিত মুনাফা দাঁড়িয়েছে ৯৩৭ কোটি টাকা, যা প্রতিষ্ঠার ৫৫ বছরে সর্বোচ্চ। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছিল ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।

১৯৭২ সালে মাত্র ১ কোটি ৯০ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করা বিমান আজ আধুনিক ও প্রতিযোগিতামূলক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে আসা এ সংস্থা এখন দেশের অন্যতম শীর্ষ আয়কারী প্রতিষ্ঠানে। গত অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৬৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় আরও বেশি। প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থবছরে বিমান ১০ হাজার কোটি টাকার বেশি আয়কারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৬টি অর্থবছরে লাভ করেছে বিমান।

২০০৭ সালে করপোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর গত ১৮ বছরে বিমানের মোট পুঞ্জীভূত মুনাফা হয়েছে ৫৮৯ কোটি টাকা। ফলে এবারের রেকর্ড ৯৩৭ কোটি টাকার মুনাফা জাতীয় পতাকাবাহী এ সংস্থার আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সফলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ২১টি উড়োজাহাজ, যার মধ্যে ১৯টি নিজস্ব মালিকানাধীন। আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী চারটি বোয়িং ৭৮৭-৮ এবং দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারও রয়েছে এর বহরে। নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ সক্ষমতা এখন বিমানের বড় শক্তি। লাইন মেইনটেন্যান্স থেকে শুরু করে বড় ধরনের চেক পর্যন্ত সব কাজ দেশে সম্পন্ন করা যায়, যা খরচ কমানো, সেবার গতি বাড়ানো এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করছে।

২০২৪-২৫ অর্থবছরে বিমানে ৩৪ লাখের বেশি যাত্রী পরিবহন করা হয়েছে। কার্গো পরিবহন হয়েছে প্রায় ৪৪ হাজার টন। কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে, যা আগের বছরের তুলনায় বড় ধরনের অগ্রগতি। ২০২৫ সালের জানুয়ারিতে একক মাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও গড়েছে বিমান। দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে।

জাতীয় পতাকাবাহী এ সংস্থা আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে মেনে চলায় ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রাখতে সক্ষম হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, ‘‘যাত্রীদের আস্থা ও জনপ্রিয়তাই এই রেকর্ড সাফল্যের মূল চালিকা শক্তি। বহর আধুনিকায়ন, লাভজনক রুট সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা প্রদানের মধ্য দিয়ে বিমানের ভাবমূর্তি বদলে গেছে।’’

Watermark