Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি

News Image

দলীয় প্রতীক বাদ যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে সোমবার (১৮ আগস্ট) সরকার এক অধ্যাদেশ জারি করেছে। এর ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের সুযোগ থাকছে না।

সরকারি সূত্র জানায়, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই বিধান কার্যকর হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হবেন।

Watermark