Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ আগস্ট ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ

শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় আসছেন তানজিন তিশা

News Image

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আসছেন নতুন রূপে। সেপ্টেম্বরে শুরু হচ্ছে তার অভিনীত নতুন একটি ছবির শুটিং। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনার দায়িত্বে থাকছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির বড় অংশের শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

নায়িকা নিয়ে এতদিন নানা গুঞ্জন থাকলেও অবশেষে নিশ্চিত হওয়া গেছে শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। প্রযোজনা সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সব ঠিক হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

গল্পসূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ছবিটি। তবে শাকিব সরাসরি সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের হয়ে একের পর এক ঝুঁকিপূর্ণ অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। ছবিতে বাস্তব ঘটনার সঙ্গে নাটকীয়তার সংমিশ্রণে তুলে ধরা হবে চাকরি জীবনের টানাপোড়েন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য।

এতদিন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটক নির্মাণ করে আলোচনায় এসেছিলেন সাকিব ফাহাদ। শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। আগামী ডিসেম্বরে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে ছবিটি একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Watermark