Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ণ

জালে উঠল ২২ কেজির পাঙ্গাশ, বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

News Image

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাল্লা এলাকায় জেলে মোহাম্মদ আলী ও তার সহকর্মীদের জালে উঠে আসে মাছটি।

পরে মাছটি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনা হলে সেটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি ২২ কেজি ওজন মেপে দেড় হাজার টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি অনলাইনে যোগাযোগের মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা উপজেলার এক প্রবাসীর কাছে প্রতি কেজি এক হাজার ছয় শ টাকা দরে মোট ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

শাজাহান শেখ বলেন, ‘পদ্মার এ রকম আকারের পাঙ্গাশ সচরাচর ধরা পড়ে না। আমি ৩৩ হাজার টাকায় কিনে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। এতে দুই হাজার দুই শ টাকা লাভ হয়েছে।’

Watermark