Top Header
Author BartaLive.com
তারিখ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ

কারাগার থেকে ফেসবুক স্ট্যাটাস: যুবদল নেতার পোস্ট নিয়ে তোলপাড়

News Image

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ার ঘটনা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ওই পোস্টটি প্রকাশ করা হয়। স্ট্যাটাসটি পোস্ট করা যুবদল নেতা হলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি যেই মাপের লোক, আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি (ফাঁসাইতি), যেমন বিদেশি পিস্তল, শটগান বা অন্যান্য অস্ত্র দিয়া পাশাইতি। বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি।’ স্ট্যাটাসের শুরুতেই উল্লেখ ছিল ‘সবাই শেয়ার করবেন’। এক ঘণ্টা পর এই আইডি থেকে ফরিদের মুক্তির দাবিতে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিও লিংকও শেয়ার করা হয়।

এর আগে ১০ আগস্ট দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযান চালিয়ে সদর উপজেলার পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনকে একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ ১ লাখ ৫ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের অন্তর্ভুক্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর কেন্দ্রীয় যুবদল তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, “ফরিদকে রবিবার পুলিশ রিমান্ডে নেয়। রিমান্ড শেষে সোমবার রাত ৮টার দিকে তাকে কারাগারে আনা হয়। এর মধ্যে তিনি স্ট্যাটাস দিতে পারেন, তবে কারাগারে মুঠোফোন ব্যবহারের কোনো সুযোগ নেই।”

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, “রিমান্ড বা হাজতে মুঠোফোন ব্যবহার সম্ভব নয়। সম্ভবত ফরিদের পরিবারের কেউ তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Watermark