মালয়েশিয়ায় নির্মাণ খাতে কাজের অনুমতিপ্রাপ্ত (পিএলকেএস ভিসাধারী) ১ লাখ ৬৪৬ জন বিদেশি শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “তারা নির্মাণ খাতে কাজের ভিসা নিয়ে প্রবেশ করেছে। কিন্তু কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার (সিএলএবি) যখন সাদা তালিকা করার প্রক্রিয়া চালায়, তখন তাদের কোনো খোঁজ মেলেনি। অনেকে হয়তো ভিসার অপব্যবহার করছে। কারও ভিসার মেয়াদ শেষ হলেও দেশ ছাড়েনি।”
মঙ্গলবার কুয়ালালামপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর যৌথ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) এ তথ্য উপস্থাপন করে।
মন্ত্রী আরও জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়েই যদি আইন ভঙ্গ করে থাকে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। “তাদের ভিসা অনুযায়ী যে খাতে কাজ করার কথা, সেখানে না করলে বা ভিসার মেয়াদ শেষ হলে চেক-আউট মেমো সই করে দেশ ছাড়তে হবে। অন্যথায় আমরা খুঁজে বের করে ব্যবস্থা নেব,” বলেন তিনি।
এর আগে মালয়েশিয়া সরকার জানিয়েছিল, বিদেশি শ্রমিক নিয়োগ এখন থেকে কেবল তিনটি খাত কৃষি, খনি ও নির্মাণ এবং নির্দিষ্ট ১০টি উপখাতে সীমিত থাকবে। প্রতিটি আবেদন খতিয়ে দেখে কেবল অনুমোদিত কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।