পিরোজপুরের নাজিরপুরে প্রেমে ব্যর্থ হয়ে নাসরিন (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
মৃত নাসরিন ওই গ্রামের দীনমজুর এসকেন্দার মিয়ার মেয়ে। মৃত্যুর আগে দেড় পৃষ্ঠার একটি চিরকুট লিখে যায় সে।
চিরকুটে নাসরিন অভিযোগ করে, লতিফ শিকদারের ছেলে পান্না শিকদার বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছে। সে লিখেছে, “আমার শেষ ইচ্ছে, পান্নার এমন সাজা হোক যাতে আমার মতো আর কারও জীবন নষ্ট করতে না পারে।”
মা–বাবার উদ্দেশে নাসরিন আরও লিখেছে, “আমি তোমাদের কথা রাখতে পারলাম না। আমাকে মাফ করে দিও। আমি বিয়ে করলেও সুখী হতাম না। আমার অনেক কষ্ট, তাই আর সহ্য করতে পারলাম না। তোমরা কান্না করো না, আমি নাই তো কী হয়েছে, আরো তো ভাইবোন আছে।”
এ ঘটনায় নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন।