Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ণ

মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিক কোটা খোলার সিদ্ধান্ত নিয়েছে

News Image

মালয়েশিয়া সরকার আবারও বিদেশি শ্রমিক কোটা খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি নির্দিষ্ট খাত ও উপখাতের জন্যই সীমিত থাকবে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, আবেদন গ্রহণ করা হবে “কেস বাই কেস” ভিত্তিতে।

কোন খাত ও উপখাতের জন্য আবেদন সম্ভব?

মন্ত্রী আরও বলেন, আগের মতো যে কেউ কোটা পাবার জন্য আবেদন করতে পারবে না। কেবল নির্দিষ্ট খাত ও উপখাতের প্রতিষ্ঠানই আবেদন করতে পারবে।

কীভাবে আবেদন করতে হবে?

প্রতিটি খাতের উদ্যোক্তাদের প্রথমে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে হবে।

এরপর আবেদন যাচাই করবে টেকনিক্যাল কমিটি, এবং চূড়ান্ত অনুমোদন দেবে যৌথ কমিটি।

বিদেশি শ্রমিকের সংখ্যা নিয়ে সীমা

বর্তমানে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের হার ১৫%। কিন্তু ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী এটি ১০%-এ নামানোর লক্ষ্য রয়েছে।

২০২৫ সালের জন্য সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২৪,৬৭,৭৫৬ জন। ২০২৬ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিকের মধ্যে এটি ১০%-এ নামানোর পরিকল্পনা করা হয়েছে।

Watermark