ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে সার পরিবহনের সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে একটি ট্রাক। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভেলাজান বাজার থেকে সন্দেহজনকভাবে সারবোঝাই ট্রাকটি চলাচল করছিল। এ সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে দেহন ময়দান বাজারে নিয়ে আসে। ট্রাকের চালানপত্র চাইলে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাকটিতে প্রায় ৩০০ বস্তা রাসায়নিক সার রয়েছে। এগুলো জব্দ করা হয়েছে। পরে সরকারি নিয়ম অনুযায়ী এসব সার নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান বলেন, “এলাকাবাসীর সহায়তায় অবৈধভাবে সার পরিবহনের সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”