Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের বাশীর আরাফাত

News Image

মিশরের ঐতিহ্যবাহী ও দেড় হাজার বছরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের হাদিস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে প্রায় ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের বাশীর আরাফাত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর গ্রামের সন্তান বাশীর আরাফাত। হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী বড় মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য মিশরে পাড়ি জমান তিনি।

গত ২৯ জুলাই প্রকাশিত ফলাফলে তার এই কৃতিত্ব প্রকাশ পায়। প্রতিক্রিয়ায় বাশীর আরাফাত বলেন, “আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের পরিশ্রম আর সবার দোয়ায় আমি ভালো ফল করতে পেরেছি। ইনশাআল্লাহ এখান থেকেই পিএইচডি করার ইচ্ছে রয়েছে।”

দেড় সহস্রাব্দ প্রাচীন আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী জ্ঞানচর্চার বিশ্বমানের কেন্দ্র হিসেবে খ্যাত। এখান থেকে যুগে যুগে অসংখ্য পণ্ডিত, আলেম ও গবেষক ইসলামের জ্ঞান ও আলো ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাশীর আরাফাতের এই অর্জন দেশে-বিদেশে নতুন গৌরব যোগ করল।

Watermark