Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

নোয়াখালীর মাহফুজ ছাত্রলীগের সঙ্গে যুক্ত নন, আত্মহত্যা করেছেন তিনি: পুলিশ

News Image

নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মাহফুজকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভুয়া দাবি করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের কাজিরচর গ্রামের ছায়েদুল হকের ছেলে মো. মাহফুজ নিজ বাড়ির রান্নাঘরের উত্তর পাশে একটি পেয়ারাগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি কোনো রাজনৈতিক সংগঠন বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

পুলিশ জানায়, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা ছায়েদুল হক সুধারাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Watermark