Top Header
Author BartaLive.com
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ

মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান

News Image

জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। শোবিজ অঙ্গনে এই দম্পতিকে একসঙ্গে খুব একটা দেখা যায় না। এ কারণে মাঝেমধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেদের সংসার জীবনের কথা খোলাখুলি জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান।

‘বিহাইন্ড দ্য ফ্রেম উইদ আরআরকে’ পডকাস্টে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ তো আছেই, যাদের সবসময় কিছু না কিছু বের করতে হবে। তাই এ ধরনের কথা বলে বেড়ায়।”

স্ত্রী মৌ সম্পর্কে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, খেয়াল রাখে, মৌও সেভাবেই করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। তবে আমাদের মধ্যে কখনো ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে অনেক ভালো মনের মানুষ।”

দুজনকে একসঙ্গে কোথাও দেখা না যাওয়া প্রসঙ্গে অভিনেতা জানান, শুটিং ব্যস্ততার কারণেই এমনটা হয়। “মানুষ আসলে ঠিকই বলে। একসঙ্গে কোথাও যাই না। আমার শুটিং থাকে রাত করে। এমনকি আমার আপন ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি, কারণ সেদিন বরিশালে নাটকের শো ছিল। শিডিউল আগে থেকে নির্ধারিত থাকে, হঠাৎ আসা দাওয়াতে যাওয়া সম্ভব হয় না। মৌ তাই বেশিরভাগ সময় একাই অনুষ্ঠানে যায়।”

এ সময় তিনি আরও জানান, মৌ তার সাবেক প্রেমিকার কথাও জানেন এবং এ নিয়ে মাঝেমধ্যেই মজা করেন।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন অভিনেতা জাহিদ হাসান। অন্যদিকে সাদিয়া ইসলাম মৌ দেশের সেরা মডেল ও নৃত্যশিল্পীদের একজন। ‘ইত্যাদি’র একটি মিউজিক ভিডিও করতে গিয়ে তাদের পরিচয়। এরপর প্রেম, আর ১৯৯৬ সালে বিয়ে। তাদের সংসারে ছেলে পূর্ণ ও মেয়ে পুষ্পিতা রয়েছে।

Watermark