Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ আগস্ট ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ

টেন্ডারের কমিশন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির দর কষাকষির অডিও ফাঁস!

News Image

টেন্ডারের কমিশন নিয়ে কথিত দর-কষাকষির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছেন। দাবি করা হচ্ছে— সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমকে এক ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করতে শোনা গেছে। তবে ওই ঠিকাদারের পরিচয় প্রকাশ করা হয়নি।

অডিওতে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, “এগুলো কালকে সাইন করাবো। অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন। ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে, সিসিজিবি পাস হলে বাকি ফিফটি পার্সেন্ট দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি যদি কালকে সাইন করাই তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবেন? কাজ কনফার্ম করলে তিন শতাংশ এটা হলো তো? কক্সবাজারে এখন কিছু কাজ চলছে ডিপিডিসির, সিক্স পার্সেন্টে (৬%) করেছি। এক শতাংশ মিডলম্যান নিচ্ছে, আর পাঁচ শতাংশ মিনিস্ট্রির জন্য।”

অডিওতে আরও শোনা যায়, “যখন যে কাজগুলো ডিপিডি (প্রকল্প প্রস্তাব) হয়, সবগুলোই অ্যাবাভ ধরে হয়। কোনো কাজ সমান সমান ধরে ডিপিডি করা হয় না।”

অন্য এক ফোনালাপে তিনি ঠিকাদারকে উদ্দেশ্য করে বলেন, “আজকে রাতে এগুলো হয়ে যাবে। পরশু নোয়া (চুক্তিপত্র) করাবো। না হলে ঈদের পর করাবো, ফাইল এখন আটকে রাখছি। কমিটমেন্ট ঠিক না থাকলে সমস্যা হবে। আমি আজকে ইজিপি করাবো, তারপর নোয়া ঝুলিয়ে রাখবো। আপনি কনফার্মেশন দেবেন তারপর নোয়া।”

এ সময় তাকে আরও বলতে শোনা যায়, “কথা দুইরকম হলে সমস্যা হয়। ১.৫ মানে ১.৫, এর কম-বেশি হবে না।”

অডিও ফাঁস হওয়ার বিষয়ে এখনো মাহফুজ আলম বা সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Watermark