যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত ক্যাপ্রিও ন্যায়বিচার, করুণা ও নিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। আদালত কক্ষে তার প্রজ্ঞা ও দয়ার নজির কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
টেলিভিশন অনুষ্ঠান ‘কট ইন প্রভিডেন্স’ এর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই অনুষ্ঠানে ক্যাপ্রিও দেখিয়েছিলেন আদালত শুধু বিচারের কক্ষ নয়, বরং মানবিকতা ও সহমর্মিতার স্থানও হতে পারে। মামলার শুনানির সময় ছোটখাটো অপরাধে অভিযুক্ত সাধারণ মানুষদের প্রতি তিনি যে সহানুভূতি ও রসিকতার মিশ্রণে রায় দিতেন, তা ব্যাপক প্রশংসিত হয়। কারও জরিমানা কমিয়ে দেওয়া, কারও প্রতি সহমর্মিতামূলক সিদ্ধান্ত—এসবই তাকে আলাদা করে তুলেছিল।
তার আদালতের ক্লিপস অনলাইনে এক বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। সাধারণ বিচারকদের মতো কঠোর না হয়ে তিনি গড়ে তুলেছিলেন ভিন্নধর্মী ব্যক্তিত্ব, যেখানে ন্যায়বিচার ও মানবিকতা পাশাপাশি চলে।
মাত্র কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় ফ্রাঙ্ক ক্যাপ্রিও জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় তিনি সবার কাছে প্রার্থনার আবেদনও জানিয়েছিলেন।
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, “বিচারপতি ক্যাপ্রিও শুধু জনগণের সেবা করেননি, তাদের সঙ্গে অর্থবহ সম্পর্কও গড়ে তুলেছিলেন। মানুষ তার আন্তরিকতা ও সহানুভূতির প্রতি সাড়া না দিয়ে পারেনি। তিনি কেবল একজন বিচারক ছিলেন না তিনি ছিলেন মানবিকতার প্রতীক। তিনি আমাদের দেখিয়েছেন, ন্যায়বিচার যখন মানবিকতার সঙ্গে মিশে যায়, তখন সবকিছুই সম্ভব।”
ফ্রাঙ্ক ক্যাপ্রিও শুধু একজন বিচারক হিসেবে নয়, মানবিক কণ্ঠ হিসেবেও মানুষের হৃদয়ে জায়গা করে গেছেন।