Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ আগস্ট ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ

ধানক্ষেত থেকে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

News Image

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ের ধানক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের একটি ধানি জমিতে মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটি। পরে বন বিভাগের সহায়তায় সেটি উদ্ধার করা হয়।

অজগরটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সুপারভাইজার চঞ্চল গোয়ালা বলেন, “ধানি জমিতে জালে আটকা অবস্থায় অজগরটি পাওয়া যায়। বন বিভাগের সহযোগিতায় আমরা সেটি উদ্ধার করি। আটকা পড়ার কারণে সাপটির শরীরে কিছুটা আঘাত লেগেছিল। বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরীক্ষা শেষে সেটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।”

লাউয়াছড়া বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক বলেন, “স্বেচ্ছাসেবী ও বন বিভাগের সদস্যরা মিলে সাপটি উদ্ধার করে। বিকেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে অজগরটিকে লাউয়াছড়ার জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে লোকালয়ে অজগর সাপ ঢুকে পড়ার ঘটনা বেড়েছে। গত এক মাসে অন্তত পাঁচটি অজগর স্থানীয়দের জালে বা বাড়ির আশপাশে ধরা পড়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

Watermark