কক্সবাজারের টেকনাফ থেকে লক্ষ্মীপুরে ইয়াবা পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বুধবার (২১ আগস্ট) ভোরে শহরের উত্তর তেমুহনী এলাকায় শাহী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে ইয়াবা উদ্ধার হয়। বিকেলে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন-টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মো. নুরুল আফছার (২২), একই গ্রামের শাহ আলমের ছেলে মো. আব্দুল্লাহ (২৬) এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, গোপন সংবাদ ও মোবাইল ট্র্যাকিংয়ের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক আফছার ও আব্দুল্লাহর পায়ুপথ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আর আব্দুস শুকুর ছিলেন তাদের সহযোগী।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।”