Top Header
Author BartaLive.com
তারিখ: ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ

আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব-মো. সারওয়ার আলম

News Image

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্র দ্রুতই আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, পাথর পুনঃস্থাপন, লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধ—এই তিনটি বিষয়কে সামনে রেখে প্রশাসন কাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে, সে জন্য আরও কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে। লুণ্ঠিত পাথরগুলো কোথায় আছে, তা খুঁজে বের করে আমরা পুনঃস্থাপন করছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই সাদাপাথর আগের অবস্থায় ফিরবে।”

ডিসি আরও বলেন, “অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।”

ক্রাশার মিলে অভিযান
সাদাপাথর থেকে ফিরে তিনি কোম্পানীগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালান। সেখানে থাকা পাথর জব্দের নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে।”

ডিসি সারওয়ার আলম জানান, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত এবং কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, জনগণও এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

দায়িত্ব গ্রহণ
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন সারওয়ার আলম। গত সোমবার তিনি সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এবং উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বৃহস্পতিবার তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব নেওয়ার আগে নতুন ডিসি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তাঁকে স্বাগত জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

পটভূমি
গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারি থেকে ব্যাপক বালু ও পাথর লুট শুরু হয়। সম্প্রতি সাদাপাথরে গণলুটের ঘটনা দেশ-বিদেশে সমালোচিত হয়। এই প্রেক্ষাপটে সাবেক ডিসি শের মাহবুব মুরাদকে সোমবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

Watermark