Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ

এক মোটরসাইকেলে চার বন্ধু, দুর্ঘটনায় নিহত ৩ বন্ধু

News Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন তরুণের। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্পের সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে তারা মোটরসাইকেলে করে ফিরছিলেন।

চার বন্ধু একসঙ্গে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে চড়ে আসার সময় প্রবল বৃষ্টির কারণে তারা নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত কাইয়ুম ও ইমনকে দ্রুত হাসপাতালে নেন, তবে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির সন্ধানে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রবল বর্ষণের কারণেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়।

গ্রামের মানুষ বলছেন, নিহত তরুণরা সবাই গরিব পরিবারের সন্তান। প্রতিদিন শ্রীনগরে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করত তারা। একসঙ্গে তিনজনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে বৃহস্পতিবার ভোরে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় প্রাইভেট কার উল্টে আরও তিনজন নিহত হন। ফলে মাত্র সতেরো ঘণ্টার ব্যবধানে এই সড়কে প্রাণ গেল ছয়জনের।

Watermark