Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ চার আসামির বিরুদ্ধে চার্জশিট

News Image

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক আবু সাঈদ আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন-ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে বহিষ্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন এবং উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। বর্তমানে চারজনই কারাগারে আছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, তদন্ত শেষে আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও সাক্ষীদের বিবরণ যাচাই করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

ঘটনার বিবরণ
মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ মার্চ দুপুরে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে নিয়ে বেনাপোল থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে গদখালী বাজারে ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। এরপর জাবেদ হোসেনের মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে তিনি বের হন। এ সময় অপর তিন আসামি অন্য একটি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। পরে একটি বাগানে নিয়ে ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী নারী ও তার শিশুকে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। কিছুটা সুস্থ হয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ওই দিনই মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজন আসামিকে আটক করা হয়।

বর্তমানে চারজনই কারাগারে থাকলেও আদালতে চার্জশিট দাখিলের পর মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

Watermark