Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ণ

শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধানই হবে ডাকসুর মূল কাজ” — ভিপি প্রার্থী সাদিক কায়েম

News Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সাদিক কায়েম বলেন, “ডাকসুর কাজ নতুন নেতা তৈরি করা নয়; বরং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখা। শিক্ষার্থীদের সমস্যা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং তা বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

তিনি জানান, ১০৪ বছর পেরিয়ে গেলেও ঢাবিতে আবাসন সংকট প্রকট আকারে রয়ে গেছে। অনেক শিক্ষার্থী গ্রাম থেকে স্বপ্ন নিয়ে এলেও হলে জায়গা না পেয়ে ভোগান্তিতে পড়েন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

খাবার, চিকিৎসা ও রেজিস্ট্রার ভবনের সেবার মান নিয়েও কথা বলেন এই ভিপি প্রার্থী। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা আজও খাবার নিয়ে চিন্তিত। বিদেশি বিশ্ববিদ্যালয়ে এ সমস্যা নেই। আমরা তা নিরসনে পদক্ষেপ নেবো। পাশাপাশি চিকিৎসা সুবিধা ও রেজিস্ট্রার ভবনের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়া শিক্ষার্থীদের পার্ট-টাইম চাকরির সুযোগ সৃষ্টি, আধুনিক লাইব্রেরি, মসজিদ সংস্কার ও নারী শিক্ষার্থীদের জন্য আবাসন বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শিগগিরই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে। এ সময় সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদ।

Watermark