Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ণ

চোর সন্দেহে ব্রিজে বেঁধে পিটুনি, একজনের মৃত্যু

News Image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫)। তিনি স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। আহত কিশোররা হলেন মানিক ও রাহাত। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “ভোরে কয়েকজন কিশোর স্থানীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় স্থানীয়রা চোর সন্দেহে তাদের ধাওয়া করে। পালাতে গিয়ে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদে আশ্রয় নেয়। পরে ধাওয়া করা ব্যক্তিরা তাদের নামিয়ে এনে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করে। এতে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

 

Watermark