Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ণ

বৃদ্ধ বাবা-মাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন দুই ছেলে, পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

News Image

কুমিল্লায় প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে নিহত চারজন ঢাকা থেকে কুমিল্লার বরুড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহত ওমর আলী এবং নুরজাহান বেগম বরুড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। মাস দুয়েক আগে ওমর আলী চিকিৎসার জন্য স্ত্রীসহ ঢাকায় বড় ছেলের বাসায় যান। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।

ওমর আলীর বড় মেয়ে হাসিনার স্বামী দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, চিকিৎসার জন্য মাস দুয়েক আগে ওমর আলী স্ত্রীকে নিয়ে ঢাকায় বড় ছেলে আবুল হাসেমের বাসায় যান। চিকিৎসা শেষে শুক্রবার সকালে দুই ছেলে বাবা-মাকে নিয়ে প্রাইভেট কারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান সবাই।

নিহত আবুল হাসেম রাজধানীর কল্যাণপুরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ব্যাংক এশিয়ার রূপনগর শাখার ব্যবস্থাপক ছিলেন। তার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, আর ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। ছোট ভাই আবুল কাশেম মামুন রাজধানীর মানিকগরে নিজ পরিবার নিয়ে থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি দুই ছেলের জনক।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুল ইসলাম বলেন, “নিহতরা সবাই একই পরিবারের সদস্য। দুপুরে হোটেল নূরজাহানে খাবার খেয়ে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন তারা। ইউটার্নে পৌঁছালে কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারকে এড়াতে ব্রেক করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।”

নিহতদের মরদেহ ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Watermark