Top Header
Author BartaLive.com
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

News Image

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে হিমেল মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের পর এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগও হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হিমেল ওই এলাকার আলী আব্বাসপন্থি কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলছিল। এর জের ধরেই আজ দুপুরে দুই পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় গুলি ছোড়া, ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

আহতদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলী আব্বাসপন্থিরা প্রতিপক্ষ এমদাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

এ বিষয়ে আলী আব্বাস ও এমদাদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, “ঘটনার সঙ্গে জড়িত আলী আব্বাস ও এমদাদকে যুবদলের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

Watermark