বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সবসময়ই ভিন্নধর্মী ফ্যাশন পছন্দে আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। মুম্বাই বিমানবন্দরে হাজির হয়ে ‘কেশরী’খ্যাত এই তারকা নজর কাড়লেন ৮২ হাজার রুপির দামি বাস্কেট প্যান্টে। এভাবে যেন তিনি জেন্ডার–ফ্লুইড ফ্যাশনের দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
বিমানবন্দরে প্রবেশের আগে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন অক্ষয়। খোলামেলা ভঙ্গিতে ছবি তুলতে পোজ দেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্টের সঙ্গে জাপানি ব্র্যান্ড হোম প্লিসে ইসে মিয়াকে–এর পালাজ্জো প্যান্ট পরেছেন তিনি। তারসঙ্গে ছিল রঙিন সানগ্লাস।
অন্যদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। সামনে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘জলি এলএলবি ৩’। অক্ষয়ের সঙ্গে এবারও থাকছেন অভিনেতা অর্জাদ ওয়ারসি। গত ১২ আগস্ট প্রকাশিত টিজারে দেখা গেছে দু’জনের মজার তবে তীক্ষ্ণ দ্বন্দ্বের ঝলক। এতে আবারও বিচারকের ভূমিকায় ফিরছেন সৌরভ শুক্লা।
চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫–এ।
উল্লেখ্য, ২০১৭ সালে অক্ষয় ও হুমা কুরেশিকে নিয়ে মুক্তি পায় ‘জলি এলএলবি ২’। এর আগের কিস্তি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন অর্জাদ ওয়ারসি ও সৌরভ শুক্লা। প্রথম ছবিতে ছিলেন আমৃতা রাওও।