Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ণ

‘ইয়াসমিন’ নামে জনপ্রিয় টিকটকার আসলে পুরুষ, গ্রেপ্তার

News Image

বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণীর ছদ্মবেশে ভিডিও তৈরি করতেন এক তরুণ। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে গ্রেপ্তার করেছে মিশরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইয়াসমিন’ নামে পরিচিত ওই টিকটকারের আসল পরিচয় ১৮ বছর বয়সী ছাত্র আবদুল রহমান। তিনি নিয়মিত তরুণীর সাজে ভিডিও পোস্ট করতেন এবং এভাবে দর্শকদের বিভ্রান্ত করে অনুসারী ও ভিউ বাড়ানোর চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, ওই অ্যাকাউন্ট থেকে অনুপযুক্ত ভিডিও আপলোডের অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে তারা। পরে আবদুল রহমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, জনপ্রিয়তা, বিজ্ঞাপন ও অর্থ উপার্জনের উদ্দেশ্যেই তরুণীর ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি।

তার বিরুদ্ধে ছদ্মবেশ ধারণ ও জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে তার মোবাইল ফোন ও সব অনলাইন অ্যাকাউন্ট জব্দ করেছে কর্তৃপক্ষ। চারদিন হেফাজতে রাখার পর পাঁচ হাজার মিশরীয় পাউন্ড জামানতে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে আবদুল রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, তারা তাকে কখনও সন্দেহজনক কিছু করতে দেখেননি। তাদের কাছে তিনি সবসময় একজন সাধারণ যুবক হিসেবেই পরিচিত ছিলেন।

Watermark