Top Header
Author BartaLive.com
তারিখ: ২৪ আগস্ট ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ

৫ আগস্ট কোনো রাজনৈতিক ঘটনা নয়, সুপরিকল্পিত ষড়যন্ত্রের নেপথ্যে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান

News Image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পেছনে মূল ভূমিকা রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো। তার ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী জামায়াতকে তিনি ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জামায়াতের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি অভিযোগ করেন, এ সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে আসছে।

তিনি বলেন, “যারা ৫ আগস্ট ঘটিয়েছে, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। তাদের অগ্রগামী বাহিনী হলো ইসলামী ছাত্রশিবির। সারজিস আলমরা অভ্যুত্থানের অভিনয় করছে, তারা আসলে অভিনেতা, নেতা নয়। আমরা ভেবেছিলাম ৫৪ বছর পর জামায়াত পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি ভুলে গেছে। কিন্তু আসলে তা দ্বিগুণ আকারে ফিরে এসেছে।”

ফজলুর রহমান আরও অভিযোগ করেন, জামায়াত ‘চক্রান্ত করে’ দেশে শক্ত অবস্থান তৈরি করেছে এবং এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রও। তার ভাষায়, “তারা এখন অর্থ-বিত্তসহ সবকিছু নিয়ন্ত্রণ করছে। প্রশাসন, বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্রসংগঠন পর্যন্ত তারা দখল করেছে। নিজেদের আনঅফিশিয়াল ক্ষমতাসীন মনে করছে। তবে অফিসিয়াল ক্ষমতায় তারা কখনো আসতে পারবে না, কারণ ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

তিনি আরও বলেন, জামায়াত অর্থের জোরে তরুণ সমাজের একটি অংশকে প্রলুব্ধ করে শক্তি গড়ে তুলছে। তবে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রধান বাধা বিএনপি।

ফজলুর রহমানের মতে, “তাদের ভোট একসময় ৭% ছিল, এখন আরও কমে গেছে। মানুষ বুঝে গেছে, তারা রাজাকারের উত্তরসূরি এবং অতীত কুকীর্তির প্রতিশোধ নিতে চাইছে।”

Watermark