চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারে ‘রাজা ইলিশ’ নামে খ্যাত একটি ইলিশ নিলামে বিক্রি হয়েছে ৯ হাজার ৫৫০ টাকায়। প্রতি কেজির দাম দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৭৫ টাকা। শনিবার (২৩ আগস্ট) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে এ বিরল আকারের ইলিশ ধরেন স্থানীয় জেলে গোফরান হোসেন।
গোফরান জানান, ভোরে মেঘনায় জাল ফেলার কয়েক ঘণ্টা পর জাল তুলতেই কয়েকটি ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে এই বড় আকারের ইলিশ ধরা পড়ে। পরে তিনি মাছটি চাঁদপুর আড়তে পাঠান।
চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে নিলামে ওঠার পরপরই ইলিশটি ব্যবসায়ী ও ক্রেতাদের দৃষ্টি কাড়ে। ধীরে ধীরে দাম বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ৯ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয় মাছটি।
মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, এত বড় ইলিশ সচরাচর ঘাটে আসে না। এ কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ দাম বেড়ে যায়।
মাছ কিনতে আসা একাধিক ক্রেতা বলেন, বড় ইলিশের স্বাদ আলাদা হলেও দাম এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে কেনা প্রায় অসম্ভব। তাই মূলত ধনীরাই এসব বড় ইলিশ কিনে নেন।
চাঁদপুর অঞ্চলের ইলিশ দেশজুড়ে বিখ্যাত। তবে সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশের দেখা মেলে কম। বর্তমানে ভরা মৌসুমে ইলিশের দাম কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা হলেও ‘রাজা ইলিশ’ সেই দামের চেয়ে প্রায় দ্বিগুণে বিক্রি হয়েছে।