বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে ‘উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গকারী’ বক্তব্য দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফজলুর রহমানকে দেওয়া নোটিশে বলা হয়েছে— তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও শহীদদের নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। যা দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করছে। এছাড়া তার বক্তব্য সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মী ও ছাত্র-জনতা শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। অথচ ফজলুর রহমান নিয়মিত এসব ত্যাগ ও বীরত্বকে অমর্যাদা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান দৈনিক কালবেলাকে বলেন, “আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি, তবে হাতে পাইনি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”