কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামে ছয় মাস ধরে অদ্ভুত এক ঘটনা ঘটছে। প্রতিদিনই গ্রামটির কয়েকটি বাড়িঘর ও আসবাবপত্রে হঠাৎ আগুন ধরে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
ভুক্তভোগী নুর নাহার, মাহফুজুল হক, রুহুল ইসলাম ও মহসিনসহ অনেকে জানান, প্রতিদিন ৩-৪ বার করে বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে। কখনো বসতঘরে, কখনো রান্নাঘরে, আবার কখনো ঘরের বেড়ায় কিংবা গৃহপালিত পশুর খাদ্যে। এ ঘটনায় এরই মধ্যে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাণহানির ভয়ে অনেক পরিবার রাতে ঘরের বাইরে অবস্থান করছেন।
স্থানীয়দের দাবি, ভারত থেকে জ্বিন এসে এসব অগ্নিকাণ্ড ঘটাচ্ছে। দাঁতভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “আমরা পাহারা দিলেও হঠাৎ আগুন লেগে যায়। আশপাশে কাউকে দেখা যায় না। স্থানীয় কবিরাজরা বলেছেন এটি জ্বিনের কাজ।”
এদিকে, কৌতূহলী মানুষ প্রতিদিন ঘটনাস্থলে ভিড় করছেন। গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে।
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল হালিম জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন পাইনি। তবে স্থানীয়রা বলছে অলৌকিকভাবে আগুন ধরে। আমরা তদন্ত করছি, প্রকৃত কারণ বের হলে জানানো হবে।”