ফেসবুকে প্রেমের সূত্রে কুষ্টিয়ার তরুণীকে বিয়ে করতে সুদূর চীন থেকে ছুটে এসেছেন শি জিং ইউ (২৮) নামের এক যুবক। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছে সকালে কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে প্রেমিকা বৃষ্টি খাতুনের বাড়িতে যান তিনি।
পরে দুপুরে প্রেমিকা ও তার পরিবারের সঙ্গে কুষ্টিয়া আদালতে হাজির হয়ে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই চীনা যুবক। তার নতুন নাম রাখা হয় সোহান আহাম্মেদ।
শি জিং ইউ চীনের হেনান প্রদেশের শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। অন্যদিকে, প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়ার খাজানগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।
স্থানীয় ও আদালত সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই বৃষ্টি ও শি জিং ইউর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই টানেই তিনি পরিবার-পরিজন ছেড়ে বাংলাদেশে এসে প্রেমিকার ধর্মের অনুসারী হয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি, তবে চীনা যুবক আদালতে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশি অবস্থায় দেখা গেছে।
স্থানীয়রা ও আইনজীবীরা বলছেন, “প্রেমের টানে কুষ্টিয়ায় এসে এক বিদেশি যুবক ধর্ম পরিবর্তন করেছেন। খুব শিগগিরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।”