Top Header
Author BartaLive.com
তারিখ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ণ

প্রতিপক্ষকে কুপিয়ে উল্টো মামলা করতে গিয়ে ৪ ছেলেসহ বাবা গ্রেফতার

News Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের দুজন গুরুতর আহত হয়েছেন। পরে এ ঘটনায় উল্টো মামলা করতে থানায় গেলে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে স্থানীয় আব্দুল সবহানের সঙ্গে ওমর ফারুকদের বিরোধ চলছিল। জমিটি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান। সোমবার দুপুরে সবহান ও তার ছেলেরা জোরপূর্বক জমিতে গাছ কাটতে গেলে ওমর ফারুক বাধা দেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সবহান, তার ছেলে ফেরদৌস, আলামিন, মাজাহার ও হাসিবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুক ও তার মা মাহমুদা বেগমের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মা-ছেলে সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমি বিরোধের জেরে হামলার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তবে একই ঘটনায় অভিযুক্তরা প্রতিপক্ষের বিরুদ্ধে উল্টো অভিযোগ করতে থানায় এলে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

Watermark