Top Header
Author BartaLive.com
তারিখ: ২৫ আগস্ট ২০২৫, ০৯:১৭ অপরাহ্ণ

নীতি-নৈতিকতার অভাব দেখিয়ে এনসিপির ৪ নেতার পদত্যাগ

News Image

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে পদত্যাগ করেছেন উপজেলা সমন্বয় কমিটির চার নেতা। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা সংগঠনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

তারা অভিযোগ করেছেন, সংগঠনের নীতি-নৈতিকতা ও আদর্শে ঘাটতি রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের কিছু নেতার অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার কারণে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে কাওছার আহম্মেদ জিসান জানান, “সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। কিছু নেতা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাই আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে।”

পদত্যাগের বিষয়ে জানতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন বলেন, “পদত্যাগের বিষয়টি এখনো আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব।”

Watermark