সময়টা ১৯৯৮ কি ’৯৯… আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে যায়।’—নারী কণ্ঠের ভয়েসওভার দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘আকা’র ট্রেলার।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজন করা হয় ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সিরিজটির পরিচালক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা। সন্ধ্যায় হইচইয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত হয়েছে দুই মিনিটের ট্রেলারটি।
হইচই জানায়, আসছে ৪ সেপ্টেম্বর প্ল্যাটফর্মটিতে মুক্তি পাবে ‘আকা’। ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই সোশ্যাল থ্রিলারে উঠে এসেছে রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েন ও টানটান উত্তেজনার গল্প। দর্শক এখানে ভালোবাসা, প্রতিশোধ আর একাকিত্বের ভিন্ন রূপ খুঁজে পাবেন বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা।
পরিচালক ভিকি জাহেদ বলেন—
“আমি অনেক থ্রিলার করেছি, তবে এই প্রথম সোশ্যাল থ্রিলার বানালাম। আকার মাধ্যমে দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পর প্রতিক্রিয়াতেই বুঝব আসল ফলাফল।”
প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। সাম্প্রতিক সময়ে বড় পর্দায় একের পর এক সফল চলচ্চিত্র উপহার দেওয়ার পর এবার ওটিটিতে তার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে ধরা দিচ্ছে।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে নিশো বলেন—
“আমি সব সময় ভালো গল্প আর ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। মাধ্যমটা বড় বিষয় নয়, গল্পটাই আসল। ভিকি থাকলে তো কথাই নেই। আকা আসলে সব ভালো কিছুর সমন্বয়। দর্শকদের কাছে অনুরোধ—কনটেন্টটি দেখে প্রতিক্রিয়া জানাবেন।”
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ট্রেলার নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে মন্তব্য করেছেন, এই সিরিজে নিশোকে নতুন আঙ্গিকে পাওয়া যাবে।
এদিকে মাসুমা নাবিলা অভিনয় করেছেন মেঘা চরিত্রে। সাহসী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন এক নারী, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানেন। নাবিলা বলেন—
“ভিকি ভাইয়ের কাজের ভক্ত আমি বহুদিন। আকা দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক ট্রেলার যেমন পছন্দ করছেন, মূল কাজও ভালো লাগবে।”
সিরিজে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ (সোহেল চরিত্রে)। তিনি বলেন—
“ভিকি জাহেদের প্রতিটি কাজেই থাকে নিজস্ব সিগনেচার। আমি সেই অভিজ্ঞতার অংশ হতে পেরে কৃতজ্ঞ।”
ট্রেলার উন্মোচনে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন—
“আকায় পরিচালক একেবারে ভিন্নরকম গল্প বলেছেন। শিল্পীরাও দুর্দান্ত ছিলেন। আমাদের বিশ্বাস, এই সিরিজ দর্শকদের শুধু বিনোদনই নয়, ভাবনার খোরাকও দেবে।”
নিশো, নাবিলা, বর্ষণ ছাড়াও সিরিজে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমিসহ আরও অনেকে। সব মিলিয়ে দর্শকের জন্য অপেক্ষা করছে এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা।