বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। একে অপরকে কটূক্তি ও সমালোচনায় আক্রমণ করায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ এক মন্তব্যে রুমিন ফারহানাকে আখ্যা দেন “বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক”। এর জবাবে সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। তিনি হাসনাতকে আক্রমণ করে লেখেন-“এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?”
রুমিন তার পোস্টে হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে কিছু ছবি ও প্রমাণও সংযুক্ত করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনার জন্ম দেয়।
এর আগে রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিএনপি আসন্ন নির্বাচনে কেন্দ্র দখলের মহড়া হিসেবে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন—
“বিএনপির মধ্যে আওয়ামী লীগবিষয়ক সম্পাদক অনেকেই আছেন, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী, আর যারা গুণ্ডাবাহিনী দিয়ে নির্বাচন কমিশনকে চাপে ফেলতে চায়—তারা আসলে দেশকে আবারও সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে।”
এই পাল্টাপাল্টি সমালোচনায় দুই নেতার দ্বন্দ্ব শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।