Top Header
Author BartaLive.com
তারিখ: ২৫ আগস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

হাইকোর্টে নতুন ২৫ বিচারপতি, তালিকায় সারজিস আলমের শ্বশুরও

News Image

হাইকোর্টে ২৫ নতুন বিচারপতি নিয়োগ, তালিকায় এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুরও

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। শপথের দিন থেকে অনধিক দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।

শিগগিরই নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা শপথ নেবেন বলে জানা গেছে।

Watermark