Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

News Image

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবং যুবলীগ নেতা মোহাম্মদ মাকসুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির খিলগাঁও জোনের পরিদর্শক আলমগীর হোসেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও মামলার মূল নথি আদালতে না থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ মার্চ ভোরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে ৫০-৬০ জন ব্যক্তি মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করার উদ্দেশ্যে দেশবিরোধী প্রচারণা চালান এবং মিছিল করেন। এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ, জননিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে পড়েন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একই দিনে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

Watermark