Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ

মুসলিম বন্ধুর জানাজায় কান্নায় করা সেই সুধীর বাবু মারা গেছেন

News Image

কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত ব্যক্তি সুধীর বাবু আর নেই। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস জানিয়েছেন, মঙ্গলবার রাতেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর সুধীর বাবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা যায়, বাল্যবন্ধু আমির হোসেনের জানাজায় অংশ নিয়ে গাছের গুঁড়িতে বসে অশ্রুসিক্ত হচ্ছেন তিনি। ছবিটি লাখো মানুষ শেয়ার করে মন্তব্য করেছিলেন “বন্ধুত্ব মানে না জাত-ধর্ম।”

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন। একসঙ্গে খেলাধুলা, আড্ডা আর পরবর্তী সময়ে ব্যবসার কারণে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। অবসর পেলেই তাঁরা ঘণ্টার পর ঘণ্টা আড্ডায় মেতে থাকতেন।

মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Watermark