ওমান থেকে দেশে ফিরে স্বজনের অপেক্ষায় ঢাকার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে অবস্থান করছেন মানসিক ভারসাম্যহীন এক প্রবাসী। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইট থেকে নেমে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা তাকে আটক করেন। পরে এভসেক কন্ট্রোল রুম থেকে তাকে ব্র্যাক লার্নিং সেন্টারে পাঠানো হয়। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রবাসীর নাম সুমন বলে জানা গেলেও তিনি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। কখনো বলছেন তার বাড়ি ফেনীতে, কখনো বরিশালে, আবার কখনো ঢাকায়। তার কাছে কোনো পাসপোর্ট বা প্রয়োজনীয় নথিপত্রও নেই।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার জানিয়েছে, মানসিক অসুস্থতার কারণে তিনি সঠিকভাবে নিজের পরিচয় জানাতে অক্ষম। তাঁর পরিবার বা স্বজনদের খুঁজে বের করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ জন্য ০১৭১২১৯৭৮৫৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার।