পিরোজপুরের মঠবাড়িয়ায় এনজিও ও স্থানীয়দের কাছ থেকে নেওয়া বিপুল ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন নান্না ফরাজী (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ী। বুধবার (২৭ আগস্ট) সকালে কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়িক কারণে নান্না ফরাজী বিভিন্ন এনজিও ও স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
তার বড় ভাই তোফায়েল ফরাজী বলেন, “আমার ভাই ঋণের বোঝা সামলাতে না পেরে অনেক দিন ধরে মানসিক চাপে ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন।”
মৃত্যুর আগে নান্না ফরাজী একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি লিখেছেন, “আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয়। আমি অনেক দেনায় ডুবে আছি, শোধ করার কোনো উপায় নেই। তাই দুনিয়া থেকে বিদায় নেওয়া ছাড়া আর পথ নেই। ভাই-বান্ধব যদি মাফ করতে পারেন, মাফ করবেন।”
মঠবাড়িয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।”