চট্টগ্রাম নগরীর পোর্ট রোড এলাকার একটি হোটেল থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হোটেল রোদেলায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী হিসেবে আরও এক তরুণীকেও আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
এদিকে মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক করার খবর পেয়ে সাংবাদিকরা হোটেলের সামনে পৌঁছালে তিনি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করেন।