Top Header
Author BartaLive.com
তারিখ: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ অপরাহ্ণ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

News Image

চট্টগ্রাম নগরীর পোর্ট রোড এলাকার একটি হোটেল থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হোটেল রোদেলায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে মাহিয়া মাহিকে পাওয়া যায়। এ সময় তাদের সহযোগী হিসেবে আরও এক তরুণীকেও আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

এদিকে মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক করার খবর পেয়ে সাংবাদিকরা হোটেলের সামনে পৌঁছালে তিনি ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করেন।

Watermark