Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ

বরগুনায় যুবদল নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন

News Image

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও আমতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক জসিম ফকির জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (দুপুর ১২টা) আমতলী উপজেলা জামায়াতের কার্যালয়ে ফুলের তোড়া প্রদান করে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ও জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ আবদুল খালেক, আমতলী উপজেলা আমির মাওলানা মো. ইলিয়াস হোসাইন, উপজেলা সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

Watermark