Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ আগস্ট ২০২৫, ০৭:২১ অপরাহ্ণ

ভারতে ডাকাত সন্দেহে গুগল ম্যাপস কর্মীদের গণপিটুনি

News Image

ভারতের উত্তর প্রদেশের কানপুরে গুগল ম্যাপস জরিপকারী দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জেলার বিরহার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টেক মাহিন্দ্রার আউটসোর্স করা একটি দল গুগল ম্যাপসের জন্য সড়কের ছবি ও মানচিত্র হালনাগাদ করতে ক্যামেরাসংবলিত গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করে। গাড়িতে স্থাপন করা বিশেষ ক্যামেরা দেখে গ্রামবাসীর সন্দেহ হয় যে এটি ডাকাতির প্রস্তুতির জন্য তথ্য সংগ্রহ করছে।

অল্প সময়ের মধ্যেই কয়েকজন গ্রামবাসী গাড়িটি ঘিরে ধরে জরিপকারীদের জিজ্ঞাসাবাদ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে দলটির ওপর মারধর শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জরিপ দলের সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে থানায় গুগল টিম জানায়, তারা পুলিশের মহাপরিদর্শকের অনুমতি নিয়েই জরিপ কাজ করছিল এবং এর উদ্দেশ্য ছিল কেবল মানচিত্র হালনাগাদ করা। ঘটনার পর গ্রামবাসী শান্ত হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা অতিরিক্ত সতর্ক ছিলেন। তবে এ ঘটনায় জরিপকারী দল কোনো মামলা করেনি। কানপুর পুলিশ জানিয়েছে, দ্রুত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Watermark