Top Header
Author BartaLive.com
তারিখ: ২৯ আগস্ট ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে মারাত্মক আহত নুরুল হক নুর

News Image

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দলটির সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান দলের নেতাকর্মীরা।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণঅধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থল ছাড়ার নির্দেশ দেয়। তবে তারা সরে না যাওয়ায় পুলিশ লাঠিচার্জ চালায়।

এ ঘটনায় নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

Watermark