জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার রাতের ওই ঘটনার পর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে নুরের একটি রক্তাক্ত ছবি শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, “নূরের এই ছবিটা ভালো করে দেখে নেন। কারণ নূরের এই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে। আর্মি আজ নূরকে যেমনভাবে পেটাল, ঠিক সেভাবেই একদিন নাহিদ, আসিফ, হাসনাত কিংবা আখতারদেরও পেটানো হবে। আমি বা আপনিও বাদ যাবো না।”
হাসনাত আরও লিখেন, “নূরের একমাত্র অপরাধ ছিল ভারত আর উত্তর পাড়ার যৌথ প্রযোজনায় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার যে চেষ্টা চলছে, তার প্রতিবাদ করা। ২০১৭ সালে নূর যে মার খেয়েছিল, সেই আঘাত আমাদের ওপর ফিরে এসেছিল ২০২৪-এ। আজ আর্মি ও পুলিশ মিলে নূরের যে হাল করেছে, আমরা যদি এখন চুপ করে থাকি, তবে এই পরিণতি একদিন আমাদের সবার জন্যও অপেক্ষা করছে।”
রাজধানীতে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের বহু নেতাকর্মী আহত হন। বর্তমানে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে।