Top Header
Author BartaLive.com
তারিখ: ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৪ অপরাহ্ণ

‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’: রাজনীতির সমালোচনায় আসিফ আকবর

News Image

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন। সন্তানকে নিয়ে রাজপথেও দেখা গেছে তাকে। তবে ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে শুরুতে সরকারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি। সে সময় আসিফ বলেছিলেন, তিন মাস পর থেকে তিনি সরকারের কাজের সমালোচনা করবেন। বর্তমানে সেই ভূমিকায়ই দেখা যাচ্ছে এ শিল্পীকে। অন্যায় দেখলে প্রতিবাদ জানাতে দ্বিধা করছেন না আসিফ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার পরদিন শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেজে রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে একটি পোস্ট দেন আসিফ আকবর। তিনি লেখেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন‍্যই।”

যদিও আসিফ আকবর কোনো নাম উল্লেখ করেননি, তবে অনুরাগীদের অনেকে মন্তব্যে ধারণা প্রকাশ করেছেন যে তিনি মূলত সরকারের আইন উপদেষ্টাকে উদ্দেশ করে এ পোস্ট দিয়েছেন।

এদিকে নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার রাত ১১টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবাদ জানান। তার সেই পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। এমনকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও মন্তব্য করে তাকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর নুরের নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছে, বুক পর্যন্ত রক্তাক্ত তিনি। স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার সময় তার অবস্থাও অত্যন্ত গুরুতর ছিল। পরে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়, নুরের জ্ঞান ফিরেছে।

Watermark