Top Header
Author BartaLive.com
তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ণ

প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী, ফিরে পেতে সবার কাছে দোয়া চাইলেন স্বামী

News Image

জামালপুরে স্বামীকে ছেড়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামী তানজিদ ইসলাম অন্তর কান্নায় ভেঙে পড়েছেন। স্ত্রীর ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আয়েশার সঙ্গে তানজিদের বিয়ে হয়। দুই বছরের মধ্যে আয়েশার জীবনে আরেক পুরুষের উপস্থিতি টের পান স্বামী, যা থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। পরবর্তীতে সেই পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আয়েশার।

বৃহস্পতিবার সকালে তানজিদ ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঘরে নেই। ওয়ারড্রোব থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ পঁইত্রিশ হাজার টাকা নিখোঁজ। স্ত্রীকে খুঁজতে শহরের বিভিন্ন স্থানে ব্যর্থ হয়ে তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

Watermark